২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন বা অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন। এসময় মৃত ভোটারদের ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস